বন্যায় কবলিত মানুষের মধ্যে স্বাস্থ্য রক্ষায় ওষুধ বিতরণ

ইউনুস আলী শাওন ইউনুস আলী শাওন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২০ 582 views
শেয়ার করুন
বন্যার প্লাবিত রান্ধুনীবাড়ী চর এলাকায় জনমানুষের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে রান্ধুনীবাড়ী কমিউনিটি ক্লিনিক এর কর্মরত আব্দুল করিম (সিএইচসিপি) নৌকায় করে প্রত্যেক মানুষের দ্বার প্রান্তে গিয়ে ঔষধ বিতরণ করছে। 
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র স্রোতে গতকাল বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ স্পার বাঁধ সম্পূর্ণ নদীতে বিলীন হয়ে গেছে। একই সঙ্গে শতাধিক ঘরবাড়ি, বসতভিটা, গাছপালা মুহূর্তের মধ্যে নদীতে বিলীন হয়ে যায়।
এ ছাড়া ভাঙনের মুখে রয়েছে আরো অর্ধশতাধিক ঘরবাড়ি ও ফসলি জমি।
অনেকে ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন। ভাঙনকবলিত মানুষ বাঁধের ওপর ও খোলা বসবাস করছে অনেক পরিবার। এতে করে দেখা দিয়েছে নানা রকম রোগ বালাই, করোনা কালীন সময়ে মানুষের স্বাস্থ্য রক্ষায়  চরম অবনতি দেখা দিয়েছে